আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ শহরে তৌহিদী জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক
এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিব। যাতে কোন ঘটনা না ঘটে। তবে হিন্দুদে ইসকন বাতিল করা, ভোলার ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি, মামলা প্রত্যাহার, ইসলামকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ ফাঁসির আইন পাসসহ সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করেছেন হেফাজতের ঢাকা বিভাগীয় আহবায়ক মাওলানা নুর হোসেন কাসেমী।

শুক্রবার (২৫ অক্টেবার) বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে ভোলায় ঘটনায় বিচার দাবিতে নারায়ণগঞ্জ হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন, খতিবে ইমাম জুনায়েত আল হাবিব, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, বার্তা প্রেরক রাকিবুল্লাহ, মাওলানা ফেরদৌস।

সমাবেশে মাওলানা আউয়াল বলেন, সরকারকে বহুবার বলা হয়েছে আল্লাহ ও নবীকে নিয়ে ও ইসলাম নিয়ে যারা কটুক্তি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন সংসদে পাস করার জন্য। যদি এই আইন আগেই পাস করতো তাহলে ভোলার ঘটনা নিয়ে আন্দোলন করতে হতো না। আইনী মোতাবেক তাদের শাস্তি হতো। কিন্তু সে আইন পাস না করায় আমাদের মাঠে নামতে হয়েছে। আমরা এখন এই আইন পাস না করে আর ফিরে যাব না।
ডিআইটির খতিব সকরাকারকে উদ্দেশ্য করে আরও বলেন, সকরার বাহাদুর মনে রাখবেন, ভারত কোনো দিন আপনাকে গদিতে টিকিয়ে রাখতে পারবে না যদি না আল্লাহ চায়। আপনি যদি আল্লাহ ও নবীকে ভালোবাসেন তাহলে আইন পাস করুন। তাদেরকে বিচার করার, ফাঁসির কাষ্টে ঝুলানোর ব্যবস্থা করে দিন। এই দেশের মুসলিম জনতা আপনার পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আজিজুল হক, জাকির হোসাইন কাশেমী, মনির রফিকুল ইসলাম, আবদুল কাদির, হোসাইন কাশেমী, সিরাজুল মামুন, ইসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ।