নারায়ণগঞ্জে নতুন করে এমপিওভুক্ত করা হয়েছে ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন।
নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৬টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ১৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৩টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ২ টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩টি, আলিম ১টি, ভোকেশনালে ১টি।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আড়াইহাজারের রসুলপুর মাতাইন হাজি আসাদুজ্জামান জুনিয়র স্কুল, মাহমুদপুর ইউনিয়ন হাই স্কুল, সোনারগাঁয়ের সোনারগাঁ আইডিয়াল হাই স্কুল, সদরের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন, নাজমুন নেসা গার্লস হাই স্কুল, পানি উন্নয়ন বোর্ড হাই স্কুল এমপিওভুক্ত করা হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিকে রূপগঞ্জের প্রগতি হাই স্কুল, পালখান হাই স্কুল, কালনি হিরনাল হাই স্কুল, আড়াইহাজারের সিঙ্গারি এম এ মোতালেব ভুঁইয়া হাই স্কুল, বানটি আইডিয়াল হাই স্কুল, সোনারগাঁয়ের হাজি মতিউর রহমান সরকার হাই স্কুল, গোয়ালপাড়া হাই স্কুল, সদরের আনন্দলোক হাই স্কুল, বেগম রোকেয়া খন্দকার পৌর হাই স্কুল, আহসান উদ্দিন হাই স্কুল, মুসলিমনগর হাজি আবুল কাদের কাজী আব্দুল মজিদ জুনিয়র স্কুল, নারায়ণগঞ্জ বার একাডেমী, মুক্তারকান্দি আদর্শ হাই স্কুল ও বন্দরের আলহাজ্ব খোরসেদুন্নেসা হাই স্কুল এমপিওভুক্ত করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ও কলেজ)
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (স্কুল ও কলেজ) বিভাগে সোনারগাঁয়ের সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সদরের কানাই নগর সোবাহানিয়া স্কুল এন্ড কলেজ, বন্দরের বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক (কলেজ)
উচ্চ মাধ্যমিকে (কলেজ) আড়াইহাজারের গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ ও সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী হাই স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত করা হয়েছে।
দাখিল মাদ্রাসা
দাখিল মাদ্রাসায় রূপগঞ্জের আল আরাফা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সোনারগাঁয়ের মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা, সদরের মুসলিম নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে।
আলিম মাদ্রাসা
আলিম মাদ্রাসায় সদরের রওজাতুস সালেহীন আলিম মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে।
ভোকেশনাল
ভোকেশনালে আড়াইহাজারের গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হয়েছে।

