আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জাতীয় পার্টি প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে কাজ করে: সেলিম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আওয়ামীলীগের সাথে আমাদের কোন ভেদাভেদ নেই। আমরা বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারি । নারায়ণগঞ্জ জাতীয় পার্টি প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে কাজ করে । যতখন পর্যন্ত তিনি আছেন তার দিক নির্দশনা অনুযায়ী কাজ করে যাবো। এটাই আমাদের কাজ। তাতে যদি দল আমাকে না রাখে কিছু আসে যায় না। আমরা একত্রিত থাকবো। সেই সাথে আমরা কারো পায়ে পারা দিয়ে ঝগরা করবো না। ক্ষমতার বড়াই দেখাবো না।

রোববার দুপুরে বন্দর ঘাট সুরুজ্জামান টাওয়ার কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে সেলিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংসদ সেলিম ওসমান বলেন, জাতিয় পার্টিতে একটি ভুল বুঝা বুঝি চলছিলো তা বন্দরের মাটিতে সমাধান হয়েছে। জাতীয় পার্টির নেতারা যদি এক থাকে এবং মানুষের সেবা করে তাহলে একদিন এই জেলা থেকে সকল সিদ্ধান্ত হবে। এখান থেকে ভাষা আন্দোল স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম শুরু হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জেই আওয়ামীলীগের জন্ম।

সেলিম ওসামন আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষকে দেশ পরিচালনার জন্য সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। গামের্ন্টস সেক্টরে কালো মেঘ দেখা দিয়েছে। এই মেঘ সরাতে হবে। এই মেঘ যদি না সরাতে পারি তাহলে আমাদের অনেক মানুষ বেকার হয়ে যাবে।

এসময় তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, দলের ভিতর অভ্যন্তরি কোন কোন্দল রাখবেন না। এটা শুধু জাতীয় পার্টিতে না। সব দলেরর জন্যই কোন কোন্দল রাখা ঠিক না। আপনারা সাবধানে থাকবেন। জামাতারে নাম দিয়ে আমাদের ভিতর ভুল বুঝা বুজি সৃষ্টি করা হয়। এমনকি আমাদের ওসমান পরিবারের মাঝেও তা করা হয়।

আমাকে নিয়ে জাতিয় পার্টির নেতাদের মধ্যে ক্ষোভ আছে। কেননা আমি তাদের আমি সময় দেই না। আগামি জানুয়ারিতে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই খানে আপনারা নতুন কমিটি গঠন করবেন। কমিটি গঠন করার জন্য যদি আমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আমি তা করে দিবো। কিন্তু সবাইকে একত্রিত হতে হবে। আমরা গলায় কাধ মিলিয়ে দেশের উন্নায়ন করবো।

জেলা জাতীয় পার্টি আহবায়ক আবুল জাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলার চেয়ারম্যান সানা উল্লাহ সানু, বন্দর উনিয়নের চেয়ারম্যান এহসান কলাগাছিয়া ইউনিয়নের জাতীয় পার্টির নেতা সুমন প্রধান, মানিক প্রমুখ।