আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ৭ দিন ব্যাপী এসএমই মেলা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সাত দিন ব্যাপী  এসএমই আঞ্চলিক মেলার আয়োজন করা হয়েছে । মেলা শুরু হবে ২২ ফেব্রুয়ারি ওসমানী পৌর স্টেডিয়ামে। মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, এসএমই আঞ্চলিক মেলার জন্য ৫০ টি স্টল নির্মাণ হচ্ছে। স্টল প্রতি ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা । আবেদন পড়েছে ৪৬ টি। এর মধ্যে নারায়ণগঞ্জের রয়েছে ১৯ টি।  নারায়ণগঞ্জের বাইরের জেলার ২৭ টি। মেলায় নারায়ণগঞ্জের উদ্যোক্তাদের অগ্রধিকার দেয়া হবে। নারায়ণগঞ্জ থেকে প্রত্যাশা পূরণ না হলে বাইরের জেলার মানুষ স্টল বরাদ্দ নিতে পারবে।

তিনি আরো জানান শিল্পনীতি ২০১৬ অনুযায়ী দেশে শিল্প মেলায় প্রাধান্য পাবে।