নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরে প্রবেশ পথগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন সড়ক হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও আদমজী শিমরাই সড়ক। একসময় শহরের প্রবেশ করার জন্যে এই দুটি সড়কই ছিল অত্যান্ত গুরুত্বপূর্ন এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকার সাথে যোগাযোগের অন্যতম সড়ক পথ। তবে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড তৈরী হবার পর ধীরে ধীরে কমেছে এইপথে যাত্রী সেবার মান। ভাঙ্গাচোরা বাস আর লেগুনাই এখন এই পথের যাত্রীদের সম্বল। ফলে বছরের পর বছর ধরে এই দুইটি সড়কে চলাচলরত যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
বর্তমানে চাষাঢ়া থেকে পুরাতন সড়ক ধরে ঢাকায় যেতে একমাত্র যাত্রীবাহি বাস হচ্ছে আনন্দ পরিবহন। বাসটি বর্তমানে শহরের ১নং গেইট সংলগ্ন বাস স্টেশন থেকে পঞ্চবটি রোড হয়ে গুলিস্তান পৌঁছোয়। একসময় সিটিং সার্ভিস হিসেবে কাউন্টারের মাধ্যমে সড়কে চলাচল করতো। কিন্তু পরবর্তিতে বিভিন্ন অযুহাতে কাউন্টার সিস্টেম বাতিল করে লোকাল বাসে পরিণত হয়। ইচ্ছেমত সড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রী তোলে আনন্দ পরিবহন। টিকেট সিস্টেমের বালাই না থাকায় ইচ্ছেমত ভাড়া আদায় এই বাসের জন্য নিত্যদিনের ব্যাপার। এছাড়া বাসের সংখ্যা কম হওয়ায় যাত্রীদের অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষন। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস এলে সেখানে দেখা দেয় যাত্রীর প্রচন্ড চাপ। অথচ সিটিং বাস দাবী করে ভাড়া আদায় করা হলেও যাত্রীসেবার নূন্যতম সেবা পায়না যাত্রীরা। কারন হিসেবে যাত্রীরা বলছেন, এই সড়কে বিকল্প কোনো বাস না থাকায় বাধ্য হয়েই এদের অত্যাচার সহ্য করতে হয়।
অপর দিকে নারায়ণগঞ্জ শিমরাইল সড়কে চলাচল করা যাত্রীবাহি বাসের অবস্থা অত্যান্ত নাজুক। চাষাঢ়া থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করে বেশ কিছু বাস। তবে প্রতিটির অবস্থাই একেবারেই করুণ এবং যাত্রীসেবার অযোগ্য। এদের ভেতর রয়েছে দূরন্ত পরিবহন, শীতলক্ষ্যা পরিবহন, আল্লাহ ভরসা সহ নাম না জানা বেশ কিছু অজ্ঞাত বাস।
এসকল বাস চলাচলরত যাত্রীদের কাছে এক ভোগান্তির নাম। অধিকাংশ বাসের পুরোটাই ভাঙ্গাচোরা। নেই ইন্ডিকেটর লাইট, নেই পর্যাপ্ত ফিটনেস, নষ্ট সিট সহ অসংখ্য অভিযোগ। ফলে যাত্রীরা বাধ্য হয়ে বাস ছেড়ে বেঁছে নেন লেগুনা কিংবা টেম্পো। ফলে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করে সহস্রাধিক যাত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের ঝুঁকি থাকা স্বত্বেও এই সড়কে যাত্রীসেবার মান উন্নয়ন না হবার অন্যতম কারন যানজট। অনিয়ম আর শৃঙ্খলা সড়কে না থাকায় যানজটে স্থবির থাকে পুরো সড়ক। ফলে একদিকে যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি, অন্যদিকে নতুন ও আধুনিক বাস নামাতে আগ্রহবোধ করেননা পরিবহণ মালিকরা। ফলে সড়কের মত যাত্রীসেবাও অবহেলিত থেকেই যাচ্ছে।