নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে ভাড়া হেলিকপ্টারে নিয়ে কনের বাড়িতে গিয়ে আলোচনার সৃষ্টি করেছেন বর। মঙ্গলবার (১০ নভেম্বর) আড়াইহাজার উপজেলার বিশনন্দী কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বরের নাম সাখাওয়াত হোসেন সাক্কু। সে কলাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। কনে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে শাহীনুর আক্তার হ্যাপি। কনের বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটারের মতো। এই অল্প দূরত্ব পাড়ি দিতে বর ভাড়া করেছেন হেলিকপ্টার। এতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বর বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। সাখাওয়াতের পরিবার জানায়, সাক্কুর শখ হয়, বিয়ে করলে হেলিকপ্টার নিয়ে কনের বাড়ি যাবে। তার সেই স্বপ্ন ও শখ পূরণ হয়েছে।