আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে হারুনের মত স্ট্রং এসপির দরকার আছে: সেলিম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে হারুনের মত স্ট্রং এসপির দরকার আছে।  গত সংসদ নির্বাচনের আগে অনেক পরিস্থিতি সৃষ্টি হতো। নির্বাচনকে কন্ট্রোল করার জন্য ওনার মত (এসপি হারুন অর রশিদ) এসপির দরকার ছিল।

তিনি বলেন , আমরা কেউ চিরস্থায়ী না। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তাই আমাদের চেয়ারকে অবশ্যই সম্মান দিতে হবে।’ জনস্বার্থে আমরা কাজ করবো। আমরা ভুল করলে আমাদের শাস্তি হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভুল করলে তাদের সঙ্গে আমাদের ঝগড়া হবে হয়তো শাস্তি হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা খোঁচাখুচি কইরেন না। শান্তির শহর গড়ে তুলুন। আমাদের সঙ্গে কথা বলেন। কথা না বলে নিউজ কইরেন না। নারায়ণগঞ্জের অনেক অনলাইন মিডিয়া মিথ্যাচার করছে। এগুলো উদ্বেগের বিষয়। সাংবাদিকদের কাছে অনুরোধ যতক্ষন পর্যন্ত কিছু না ঘটে ততক্ষন পর্যন্ত ঘটিয়ে দিয়েন না। যত গর্জে তত বর্ষে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে কারো ভুল বোঝাবুঝি হতে পারে। আমরা নারায়ণগঞ্জে উন্নয়ন চাই। বার বার এসব ভুল বোঝাবুঝি আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। আমাদের কাজ জনসেবা করা। সেটা করাই আমাদের মূল লক্ষ্য। আর এটা করতে গেলে পুলিশ প্রশাসনকে লাগবে। তাদের সঙ্গে তো আমাদের কোন বিভেদ নাই। তারা তাদের কাজ করবে। আমরা আমাদের কাজ করবো।’