আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাকে নারায়ণগঞ্জ শহরের ৪নং ডিআইটি এলাকায় থেকে গ্রেফতার করা হয় । এর আগে তিনি ২০ বছর পলাতক ছিলেন।  গ্রেফতারকৃত মনা (৩৫) শহরের ৪ নং ডিআইটি এলাকার শীতল গাজীর ছেলে।

আসামি গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান। তিনি জানান আসামিকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

জানা গেছে ২০০০ সালে মাদকের একটি মামলায় মনার বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালত ২ বছর সাজা দেয়।