প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাশের হার শতকরা ৯৬ দশমিক ৫৮ ভাগ। অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার শতকরা ৯৪ দশমিক ৭১ ভাগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর জেলার পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রূপগঞ্জ উপজেলা। এই উপজেলায় পাশের হার ৯৬ দশমিক ৫৭। ফলাফলে পিছিয়ে রয়েছে সদর উপজেলা।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে পিছিয়ে থাকলেও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শীর্ষে রয়েছে সদর উপজেলা। এ পরীক্ষায় পিছিয়ে আছে আড়াইহাজার উপজেলা।
জানা যায়, এ বছর পাঁচটি উপজেলা থেকে সকল বিষয়ে ৪৫ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৬ হাজার ৩৪৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ১ হাজার ৭০৬ জন অকৃতকার্য হয়েছে।
অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৪৫ জন পরীক্ষার্থী।