আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে জেকেজির কার্যক্রম বন্ধের নির্দেশ

সংবাদচর্চা অনলাইনঃ

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ ও টাকার বিনিময়ে পরীক্ষার রিপোর্ট প্রদান সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জে জেকেজির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ।

বুধবার (২৪ জুন) থেকে শহরের নারায়ণগঞ্জ হাই স্কুল ও এমডব্লিউ স্কুলে জেকেজির নমুনা সংগ্রহের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। ২৩ জুন ঢাকায় জেকেজির সিও গ্রেফতার হবার পরেই গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে এই সিদ্ধান্ত গ্রহন করে সিভিল সার্জন।

বিষয়টি নিশ্চিত করে ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, জেকেজির বিরুদ্ধে নারায়ণগঞ্জে ৩টি গুরুত্বর অভিযোগ আমরা পেয়েছি। এর মধ্যে আর্থিক লেনদেনের মাধ্যমে করোনার রেজাল্ট প্রদান। নমুনা সংগ্রহ করে তার কোন রেজাল্ট না দেয়া এবং ২টি কেন্দ্রে সকাল ৯টা থেকে নমুনা সংগ্রহের কথা বলে বেলা ১২টায় তারা কার্যক্রম শুরু করতো। এমন বেশকিছু অভিযোগ আমরা পেয়ে আসছিলাম।

তবে নারায়ণগঞ্জ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, আমরা এখন পর্যন্ত এই ধরনের কোন সিদ্ধান্ত নেইনি। বিষয়টি মন্ত্রণালয় থেকেই ব্যবস্থা নেয়া হবে আমরা জানতে পেরেছি। আপাতত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মন্ত্রণালয় পাঠানো হচ্ছে এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেকেজির নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর সায়েমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।