আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপিদের সঙ্গে মিলে মিশে কাজ করতে চাই: ডিসি জসিম

নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন , আমি নির্বাচিত জনপ্রতিনিধি সহ এমপিদের সঙ্গে মিলে মিশে কাজ করতে চাই। আমরা যদি তাদের সাথে মিলে মিশে কাজ না করি নারায়ণগঞ্জের উন্নয়ন হবে না।

সোমবার (২৪ জুন) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জসিম উদ্দিন নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, যে কোন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে জানাবেন । ম্যাসেজ বা ফোন দিবেন। এসময়  সাংবাদিকদের অভিযোগ জানাতে  নিজের মোবাইল নাম্বার দেন জসিম উদ্দিন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। আপনারার সমাজের সকল ঘটনা সমূহ তুলে ধরবেন। কোন আংশিক খবর প্রকাশ করবেন না। সংবাদ প্রকাশের পর সেটা আর তোলে নেওয়া যায় না। আমার ক্ষমতা অনুযায়ী আমি নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে যাব।

তিনি বলেন, কাজ করতে গিয়ে কোন সাংবাদিক সমস্যায় পড়লে আমি তাদেরকে সাহায্য করব। কেউ যদি বড় ধরণের  অসুস্থ থাকেন আমাকে জনাবেন । সাংবাদিকদের জন্য পিআইবির তহবিল গঠন করা আছে। আমি পিআইবির তহবিল সভাপতি। সেই তহবিলের মাধ্যমে আমি সাহায্য করার চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আলতাফ হোসেন, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন সহ বিভিন্ন প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।