আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জের থানাওজেলা পুলিশ কর্মকর্তাদের নতুন মোবাইল নাম্বার

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের সকল থানা , ফাঁড়ি ও জেলা পুলিশ কর্মকর্তাদের সরকারি নতুন মোবাইল নাম্বার চালু হয়েছে ১ অক্টোবর (২০২০) থেকে ।

তবে পূর্ববর্তী নম্বরে ফোন দিলে ডাইভার্ট হয়ে নতুন নম্বরে কল চলে আসবে আগামী এক মাস। আপনার প্রয়োজনীয় নম্বর এখনই সংগ্রহ করে মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। এছাড়াও জাতীয় জরুরী সেবা 999 এ ফোন দিয়ে সাহায্য নিতে পারেন অথবা নারায়ণগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোলরুম 01320091298 বা 02-7648277 নম্বরেও ফোন করে পুলিশ সংক্রান্ত যে কোন তথ্য জানতে পারেন।