আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিরের নেতৃত্বে তারাবতে খালেদার জিয়ার জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তারাব পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই অনুষ্ঠান হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও তারাব পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। সভায় বক্তারা তারাব পৌর বিএনপির সম্মেলন নিয়ে কথা বলেন। অচিরেই তারাব পৌর বিএনপির সম্মেলন হচ্ছে। পরে অতিথিবৃন্দ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কল্যাণে অনেক কিছু করেছেন। জনগণের দোয়া তার উপর আছে।

তিনি আরও বলেন, দলের ত্যাগী কর্মীরাই বিএনপির পদ পাবে। কোনো অনিয়ম চলবে না। এসময় তারাব পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।