আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিক ২নং ওর্য়াডের সাহেবপাড়ায় অস্থায়ী কাউন্সিলর কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ঃ নাসিক ২নং ওর্য়াডের সাহেবপাড়ায় এলাকায় অস্থায়ী কাউন্সিলর কার্যালয় উদ্বোধন। গত শনিবার রাতে ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে এ কার্যালয় উদ্বোধন করেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। অস্থায়ী কাউন্সিলর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, হাজী ইব্রাহিম, হাজী জহিরুল ইসলাম, মোহাম্মদ ঝন্টু, মোহাম্মদ বাবু, মোবারক হোসেন খান, হাজী সামছুদ্দিন, হাফেজ মনিরুজ্জামান, মজিবুর রহমান, মোহাম্মদ মোক্তার হোসেন, আক্তার হোসেন, আব্দুর রব, মোহাম্মদ বাবুল, সাইফুল ইসলাম, সেলিম সিকদার, মাস্টার মহিউদ্দিন, শহীদ ও জাহিদ হোসেন প্রমূখ। এসময় কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, সাহেবপাড়া, কান্দাপাড়া, রহিম মার্কেট, এলাকাবাসীর সুবিধার্থে এ কার্যালয় করা হয়েছে। আমি প্রতি শনিবার এ কার্যালয়ে অফিস করব। নাগরিক সুবিধার্থে আপনাদের কাগজ-পত্র সহজে সংগ্রহের জন্যই আমি এ এলাকায় কার্যালয় করেছি। এখন থেকে আপনাদের কষ্ট করে পশ্চিমপাড়াস্থ কার্যালয়ে যেতে হবে না। এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে তিনি আরো বলেন, আমি সর্বদা আপনাদের সেবা করার জন্য সচেষ্ট থাকব। কার্যালয় উদ্বোধনের আগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) ও কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।