আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিক কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবেন আফজাল !

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর পদসহ জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে বন্দর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই ঘোষণা দেন। পদত্যাগপত্র সহ আরও একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি চূড়ান্তভাবে ওই দুটি পদ থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন।

তবে, এর পিছনের কারণ হিসেবে আফজাল হোসেন পারিবারিক চাপসহ দলীয় চাপের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পারিবারিক চাপসহ দলীয় কিছু অদৃশ্য ইশরায় জনগণের সেবা করতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছে।

এই সংবাদ সম্মেলনের মাধ্য নিজ দলীয় কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করে আফজাল হোসেন বলেন, আমি কিছু চাপের ফলে জনগণের কাঙ্খিত সেবা দিতে পারিনি। জনগণ আমাকে ভোট দিয়ে কাউন্সিলর করেছেন তাদের সেবা করার জন্য কিন্তু আমি তাদের সে সেবা দিতে ব্যর্থ হয়েছি।

তিনি বলেন, আমি দলীয় ও কাউন্সিলরের পদ ছেড়ে দিয়ে উম্মুক্ত হয়ে স্বাধীন ভাবে বিনা বাধায় আজীবন জনগণের সেবা করে যাব। আমি জনগণের সেবা দেয়ার জন্য দলীয় পদ ও কাউন্সিলর পদের বাধা অতিক্রম করে সেচ্ছায় দলীয় ও জনপ্রতিনিধির পদ থেকে সরে যেতে চাচ্ছি। জনগণ আমাকে ক্ষমা করবে। এজন্য আমি সকলের সহযোগিতা চাই।

প্রসঙ্গত, কাউন্সিলর আফজাল ২৪ ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলরের পাশাপাশি মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সহ সভাপতি। তিনি সদর-বন্দর আসনের প্রায়ত এমপি নাসিম ওসমানের হাত ধরে রাজনীতিতে আসেন। নাসিম ওসমান মৃত্যু বরণ করার পর থেকে তাকে দলীয় ভাবে অবজ্ঞা করা হচ্ছে বলে তার অনুসারিরা জানান।