আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিকের ৩০১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কদমরসুল অঞ্চলে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর ব্যয় ধরা হয়েছে ৩০১ কোটি ৩৫ লাখ টাকা ।

একনেকে এই প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে নাসিক।

প্রকল্প সূত্রে জানা যায়, ৩০১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় প্রায় ৭০ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পুরো প্রকল্পের ব্যয় বহন করা হবে সরকারি তহবিল থেকে।