আরিফ হোসেন (সিদ্ধিরগঞ্জ) :
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তার জায়গা দখল করে বাড়ীর দেয়াল নির্মাণ করেছে মোসাঃ কানিজ ফাতেমা নামে এক বাড়ীর মালিক। এতে যানবাহন নিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে জানিয়ে প্রতিবাদ করায় মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক প্রতিবেশী। স্থানীয় কাউন্সিলরের কথাও শোনেননি কানিজ ফাতেমা।
সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জস্থ নাসিক ২নং ওয়ার্ডে মিজমিজি উত্তর কান্দাপাড়া এলাকায় কাউন্সিলর মোঃ ইকবাল হোসেনের কথা অমান্য করে নাসিকের নির্মিত ৮ ফুট প্রশস্ত রাস্তার জায়গায় কানিজ ফাতেমা মালিকানাধীন ঐ বাড়ীর বারান্দার সামনে দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে প্রতিবেশীদের বাড়ীতে যে কোন ধরণের যানবাহন নিয়ে যাতায়াত করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
প্রতিবেশী আব্দুস সালাম জানান, এই দেয়ালটির কারণে রিক্সা বা কোন গাড়ি নিয়ে যাতায়াতে আমরা বাধাগ্রস্থ হবো। তাদেরকে আমরা নিষেধ করায় আমার বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এই দেয়ালটি অপসারণ করার জন্য আমরা নাসিকের মেয়রের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন বলেন, আমি নিজে উপস্থিত থেকে নাসিকের রাস্তার কাজ সম্পন্ন করে এসেছি। পরবর্তীতে ঐ বাড়ীটির মালিক (কানিজ ফাতেমা) নিজ ইচ্ছায় রাস্তার জায়গায় দেয়াল নির্মাণ করেছেন।