আজ রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিকের উচ্ছেদ করা বস্তিবাসীর ১শ’পরিবার সেলিম ওসমানের অপেক্ষায়!

নিজস্ব প্রতিবেদক
আল্লাহ ওর বিচার করবো। শয়তানের ক্ষমতার শেষ হইছে ওর ক্ষমতারও শেষ হইবো। গরিব মানুষগুলারে ক্ষমতা দেখাইয়া রাস্তায় নামাইছে। আল্লায় ওর একদিন না একদিন বিচার করবোই। আমরা ওহন শুধু রাস্তায় অপেক্ষা করি সেলিম ওসমানের। হেয় কইছে আমাগো থাকনের জায়গা দিব। হেয় কবে আইবো জানো বাবা? মরনের আগে শেষ কুল হেয় আমাগো ব্যবস্থা করবো। গতকাল মধ্য রাতে শহরের করিম মার্কেট এলাকায় সড়কের পাশে কিশোরী মেয়ে নুপুরিকে নিয়ে কান্না কন্ঠে এসব কথা বলেন বৃদ্ধা শাফি বেগম। তিনি আরো বলেন ১৩ বছর আগে স্বামী মরছে। জিমখানা বস্তিতে ভাঙ্গা ঘরটা আছিলো শেষ সম্বল। ওহন আমি যুবতি মাইয়া লইয়া রাস্তায় থাকি। আমার পাশের ঘরের বুড়ি খালায় কয়দিন আগে রাস্তায় মইরা আছিলো। বস্তির কত মানুষ ওহন রাস্তায় ঘুমায়। আল্লাহ তুমি যদি সত্যি হও তাইলে ওর বিচার কর।

এছাড়া আরো জানা যায়, জাতীয় পরিচয় পত্রে ঠিকানা রয়েছে পুরাতন জিমখানা বস্তি কিন্তু বাস্তবে ময়লার স্তুপের পাশে অথবা রাস্তায় ধারে। দেশের নাগরিক হয়েও মায়ানমার থেকে আসা রহিঙ্গাদের চেয়েও অবহেলিত, বঞ্চিত অর্থনৈতিক অঞ্চলের নাগরিকরা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল ও স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভার দলবদ্ধ স্থানীয় লোকজনের উপস্থিতিতে দফায় দফায় সংঘর্ষের পর উচ্ছেদ করা হয় পুরাতন জিমখানা বস্তি। আর এদের উদ্দেশ্যে শাফি বেগম এই মন্তব্যে করেন।

তবে স্থানীয় ও গনমাধ্যেম সূত্রে জানা গেছে একাদশ জাতীয় নির্বাচনে নাসিকের ১৬ নং ওয়ার্ডের দেওভোগ চারুকলা মাঠে নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছিলেন জিমখানা বস্তিবাসিকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হবে। জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও স্থানীয়দের সাথে নিয়ে তিনি এ সমস্যা সমাধান করবেন বলে তিনি বস্তিবাসিকে আশা দেন। তাই এখনো অবহেলিত ও বঞ্চিত ১শ’র অধিক পরিবারের সদস্যরা সাংসদ সেলিম ওসমানের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ২৯ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল ও স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভার দলবদ্ধ স্থানীয় লোকজনের উপস্থিতিতে দফায় দফায় সংঘর্ষের পর উচ্ছেদ করা হয় পুরাতন জিমখানা বস্তি। এ সময় বস্তিতে প্রায় ৩শ’ পরিবারের ৪ হাজার মানুষের বসবাস ছিলেন। যারা এখন পথে বা রাস্তায় ঘুমিয়ে থাকেন। এছাড়া দুইটি স্কুলও ভাঙ্গা হয় সেখানে পড়াশোনা করতো দু’শতাধিকের অধিক শিশুরা যারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু শ্রমে নিয়োজিত আছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নগরীর শেখ রাসেল নগর পার্ক নির্মাণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, নারায়ণগগঞ্জ সিটি কর্পোরেশন একাধিকবার পুরাতন জিমখানা বস্তির জমি চেয়ে চিঠি পাঠানোর পরও কোন উত্তর পাইনি। তাই স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভার নেতৃত্বে দলবদ্ধ লোকজন নিয়ে জোড় করে বস্তি উচ্ছেদ করা হয়। রেলওয়ের অনুমতি ছাড়া এবং কোন ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ করে ২৯ জুলাই সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ অভিযানের বিষয়ে রেলওয়ের কাছে নাসিকের পক্ষ থেকে কোন কিছুই জানানো হয়নি।

প্রসঙ্গত, বস্তি পূর্নবাসন চেয়ে মানববন্ধন করেছিল ২০১৬ সালের ২৭ ডিসেম্বর সকালে। বই খাতা নিয়ে প্রায় ৯০ থেকে ১শ’টি পরিবার মানববন্ধন করেছিল। ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধনে স্থানীয় এমপির হস্তক্ষেপ ও সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় কাউন্সিলরকে উচ্ছেদ বন্ধের জন্য অনুরোধ করেছিল বস্তিবাসী।