আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাশকতার অভিযোগ রূপগঞ্জে বিএনপির ৩৫ নেতাকর্মীর নামে মামলা

নাশকতার অভিযোগ রূপগঞ্জে

নাশকতার অভিযোগ রূপগঞ্জে

নবকুমার:

নাশকতার অভিযোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড.তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুসহ ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে রূপগঞ্জ থানা পুলিশ । এছাড়া নাশকতার মামলায় ২২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ মামলায় মোট আসামীর সংখ্যা ৫৭ জন।

গত রোববার বিকেলে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়।

সোমবার ৩ সেপ্টেম্বর ভুলতা ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে পুলিশ আসামীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। গ্রেফতারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, গত রোববার বিকেলে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে নাশকতার অভিযোগ এনে ভুলতা ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী হয়ে মামলায় নামীয় ৩৫ ও অজ্ঞাত ২২ জনের জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।