আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সিটিতে কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট তৈরির সিদ্ধান্ত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিসিএ’র বোর্ড সভায় তিনি একথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ইনার রিং রোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে জলাশয় ভরাট করে নির্মাণ বা কো‌নো স্থাপনা প্রতিষ্ঠা করা যাবে না। লেকের জলপ্রবাহ ঠিক রেখে রাস্তার ডিজাইন করতে হবে।

তিনি আরও বলেন, ‘ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করে সিটি ফরেস্ট নির্মাণ করবে করপোরেশন। আর ধুলা দূষণের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর দফতর কাজ করছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।