সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমি কম্পের মাত্রা ছিল ৫.৩। কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে ভারতীয় অনেকগুলো গণমাধ্যম বলছে উৎসস্থলে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬। অনেকগুলো সূত্র জানাচ্ছিল কম্পনের মাত্রা ৫.৪।
ভারতীয় বেশ ক’টি গণমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে আসামের কোকড়াঝারের ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
তবে ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.৩ এবং এটি উৎস্থল বাংলাদেশ সীমান্ত থেকে উত্তর-পূর্ব ভারতের আসামের সাপাতগ্রামের নিকটে ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এই ভূমিকম্পে একইসাথে কেঁপেছে বাংলাদেশের পাশাপাশি ভারতের অধিকাংশ রাজ্য ও পার্শ্ববর্তী দেশ ভুটান।