আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নারায়ণগঞ্জ থেকে প্রকল্প সরিয়ে নেওয়ার চেষ্টা’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। রোববার ২৪ এপ্রিল বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন। এতে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

শামীম ওসমান বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি দেশের একমাত্র সড়ক হবে যেটা আরসিসি ঢালাই। এ সড়কের পাশেই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখানে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ আরো কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু কেউ কেউ এসব প্রকল্প গুরুত্বপূর্ণ এই স্থান বাদ দিয়ে অলিগলিতে নেওয়ার চেষ্টা করছে যা মানুষের উপকার আসবে না।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ জেলা) প্রকল্পের পরিচালক এ কে এম আব্দুল্লাহ খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।