আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা পরিষদে আ.লীগ প্রার্থী চন্দন শীল

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগ সহ- সভাপতি চন্দন শীল।

শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চন্দন শীলকে এই মনোনয়ন দেয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক প্রশাসক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আরজু ভূইয়া, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সহ-সভাপতি চন্দ্রন শীল, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্দিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, নারী ও শিশু নির্যাতন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. রকিবউদ্দিন আহমেদ। সব বিচার বিশ্লেষণ করে দলনেত্রী শ্রী চন্দন শীলকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এবার ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলবে।

সর্বশেষ সংবাদ