আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার (৩০ মার্চ) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলা নেতারা কমিটিতে স্থান পেয়েছে। সহ-সভাপতি ,যুগ্ম সাধারণ সম্পাদকসহ একাধিক পদে রূপগঞ্জের নেতারা স্থান পেয়েছে। কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিক সরকার (রূপগঞ্জ), আবু মাছুম (রূপগঞ্জ), সুলতান মাহমুদ (রূপগঞ্জ), শফিকুল ইসলাম (রূপগঞ্জ), বাবু (রূপগঞ্জ), ওমর হোসেন (রূপগঞ্জ), মাসুদুর রহমান (রূপগঞ্জ), মেহেদী হাসান মিঠু (রূপগঞ্জ), কাজী নাসির উদ্দিন পারভেজ (রূপগঞ্জ), সুজন আহমেদ (রূপগঞ্জ), মোমেন মিয়া (রূপগঞ্জ), রিপন আকন্দ (রূপগঞ্জ), আমজাদ হোসেন (রূপগঞ্জ), শাহাদাত হোসেন (রূপগঞ্জ), হাবিবুর রহমান (তারাব), বাবুল আহমেদ (রূপগঞ্জ), ওসমান গনি (রূপগঞ্জ) , জুয়েল আরমান, আসাদ, পল্লব, সানী, অভী, নাজমুল, নাহিদুল—-।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, আশা করছি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। দলীয় আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রাখবে।