সংবাদচর্চা রিপোর্ট
বিরোধী মত উপেক্ষা করে গত ২০ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ। সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব এড. টিপুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে আবদুস সালামকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন আতাউর রহমান মুকুল। তার চ্যালেঞ্জ মোকাবেলা করে গতকাল শহরে সমাবেশ করে সালাম। এ নিয়ে দলটির নেতাদের মধ্যে অনেক কথা। মহানগর বিএনপির নতুন কমিটি শক্তির প্রমাণ দিচ্ছে। কমিটি থেকে পদত্যাগকারীদের কঠোর সমালোচনা করেন তিনি।