আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়

নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় নিমার্ণ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের সংকট নিরসনের দাবিতে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ব বিদ্যালয় নির্মাণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্বতন্ত্র পরীক্ষার হল, পযার্প্ত শিক্ষক নিয়োগ ও ক্লাসরুম নির্মাণ করে সারা বছর (২১০ দিন) ক্লাস চালু রাখতে হবে এবং কলেজসমূহ আবাসন ও পরিবহন সংকট নিরসন, সরকারী তোলারাম কলেজ, মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ সহ জেলার গুরুত্বপূর্ণ কলেজ সমূহে পূর্ণাঙ্গ ছাত্রাবাস নির্মাণ ও পর্যাপ্ত পরিবহন নির্মাণ করা ছাড়াও আরও নানা দাবী তুলে ধরা হয় মানববন্ধনে।

নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার বলেন, জাতীয় বিশ্ব বিদ্যালয় “রেগুলেশন এ্যাক্ট ২০১০” ঘোষণা করেছে। সেখানে (২১০ দিন) ক্লাসের কথা থাকলেও তার পরিপূরক কোনো আয়োজন নেই নারায়ণগঞ্জের কলেজ বিশ্ব বিদ্যালয়গুলোতে। নিমার্ণ করা হয়নি স্বতন্ত্র পরিক্ষার হল, নিয়োগ করা হয়নি পর্যাপ্ত শিক্ষক, হয়নি পর্যাপ্ত ক্লাসরুম।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণ্যিজিক শহর। এখানে প্রায় অর্ধ কোটি মানুষের বসবাস। অথচ এখানে শিক্ষার আয়োজন খুবই দুর্বল। উচ্চ শিক্ষার সংকট নিরসনে অতি অল্প সময়ের মধ্যে এখানে একটি পূণার্ঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা অতীব প্রয়োজন।

সুলতান আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাএ ফণ্ট্রের সাধারন সম্পাদক বেলাল হোসেন, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছ্এাফণ্ট্রের আহবায়ক রায়হান শরীফ ও মহিলা কলেজ শাখার সভাপতি সানজিদা শান্ত প্রমুখ।