সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে অবৈধ জুয়ার আস্তানায় পৃথক অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের মোঃ আলম হোসেন (৪৫), মোঃ জাহিদুল ইসলাম অপু (৩৫), মোঃ সুমন (৩৮), মোঃ রফেত আলী (৪৭), মোঃ ফজর আলী (৫০), মোঃ মুন্না (২৮), নোয়াখালীর মোঃ মাসুম বিল্লাহ (৩৬), মুন্সিগঞ্জের মোঃ ফারুক হোসেন (৩৮), চাঁদপুরের মোঃ আঃ রশিদ (৪৮) , কুমিল্লার মোঃ হানিফ (৪০)।
গত ৫ জুলাই ফতুল্লার কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় । এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ সর্বমোট ৬৪ হাজার ৫শত ৪০টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এএসপি ( সিপিএসসি , আদমজীনগর) মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, ফতুল্লার কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।