আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে এসএসসি’তে অটোপাশের দাবিতে মানববন্ধন

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ শহরে মাধ্যমিক পরীক্ষায় অটো পাসের দাবিতে মানববন্ধন করেছে বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ৪ঠা ফেব্রুয়ারি বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন করেন তারা।

এ সময় ‘এসএসসি পরীক্ষার্থী ২০২১’ এর ব্যানারে মানববন্ধন করে এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করে অটো পাসের দাবি তোলেন তারা।

শিক্ষার্থীরা বলেন, গত বছরের মার্চ থেকে প্রায় এক বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে ক্লাস হলেও বিভিন্ন কারণে অনেকেই অংশ নিতে পারেনি। আগামী জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হলে ফলাফল তারা করতে পারবেন না৷

তারা আরও বলেন, পরীক্ষার আগে যে সময় পাওয়া যাবে, তাতে পুরোপুরি প্রস্তুতি নেওয়াও সম্ভব নয়। তাই এইচএসসির মতো তাদেরও যেন জেইসি ও পিএসসি পরীক্ষার মত ফলাফল মূল্যায়ন করার দাবী জানান তারা।