নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) তিনি আসবেন। মন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিয়েছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা এস.এম মাজহারুল হক অডিটোরিয়ামে বিকাল ৩ টায় আয়োজন করা হয়েছে এক সুধি সমাবেশ। সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে আব্দুর রাজ্জাকের । সভায় উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি সমাবেশে সবাই আমন্ত্রণ জানিয়েছেন।