আজ বুধবার, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের যুবলীগ নেতা মুকসুদপুরে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের ২ জন নিহত হয়েছেন। রোববার আনুমানিক বিকাল ৩টা ৪০ মিনিটে উপজেলার দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফতুল্লার ফরিদ শেখ (৩৫) ও কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন (৩৮)। শাহিন কাশীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাবার নাম জজ মিয়া। এই দুর্ঘটনায় আরও নিহত হন চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়।’

নিহত শাহীনের ভাই কবির জানান, শাহীন, ফরিদ শেখ ও তাদের ব্যবসায়ীক অংশীদার মাসুদ শেখ, খোকন ও মান্নান কুয়াকাটা বেড়াতে যান গত বৃহস্পতিবার। কুয়াকাটা থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।