সংবাদচর্চা রিপোর্ট
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১ এর পদ্মা অঞ্চলের হোম এন্ড এওয়ে ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ৫-০ গোলে বড় ব্যবধানে ঢাকাকে পরাজিত করেছে। শুক্রবার কমলাপুরে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী নারায়ণগঞ্জের কাছে পাত্তাই পায়নি ঢাকা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে ঘায়েল করেছে নারায়ণগঞ্জের ছেলেরা। স্বল্প সময়ের অনুশীলনে গঠিত দলটির ডিফেন্সে কিছুটা সমস্যা রয়েছে। খেলার ৩ মিনিটের মাথায় গোল করতে পারেনি রাজন। ৬ মিনিটের মাথায় সংঘবদ্ধ আক্রমণ থেকে ঢাকার কিপারকে পরাভুত করেন রাজন মিয়া ১-০। ১২ মিনিটে গোল মিস করেন ইমরান হোসেন পাপ্পু। রাইটউইং ধরে বল নিয়ে খেলার ১৯ মিনিটে পাপ্পু নারায়ণগঞ্জকে এগিয়ে রাখেন ২-০। খেলার ৩৬ মিনিটে ঢাকার কিপারকে বোকা বানান ষ্ট্রাইকার সাকিব বেপারী বাবু ৩-০। প্রথমার্ধের অন্তিম সময়ে সাকিব বেপারী বাবু গোল করেন ৪-০। প্রথমার্ধেই বড় লীড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে নারায়ণগঞ্জ। এ অর্ধে ইমরান হোসেন পাপ্পু ও সাকিব বেপারী দু’জনাই হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন নিজেদের খামখেয়ালিপনায়। ৮৭ মিনিটে গোল করেন ইমরান হোসেন পাপ্পু ৫-০। এখানে উল্লেখ্য হোম ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জ কমলাপুরের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামকে বেছে নেয়। বড় ব্যবধানে গতকালের ম্যাচে জয়ী হওয়ায় নারায়ণগঞ্জ রাউন্ড-২(কাপ পর্বে) খেলার সুযোগ হয়েছে। কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলার মধ্যে যারা শীর্ষে থাকবে তাদের সাথে নারায়ণগঞ্জ খেলবে ১০ জানুয়ারি। নারায়ণগঞ্জের পরবর্তী খেলা ৬ জানুয়ারী সকাল ১১.৩০মিনিট, কমলাপুর বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম।
নারায়ণগঞ্জ জেলা: নাদিম মাহমুদ, মো. জুম্মান, মো. নাজমুল হোসেন, মো. আকাশ, মো. নয়ন হোসেন, জাহিদুল হাসান ডালিম(অধিনায়ক),মো. জাহিদ হোসেন,সাকিব বেপারী বাবু, ইমরান হোসেন পাপ্পু, মো. রাজন মিয়া(টনি বর্মণ), মেহেদী হাস।