আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জবাসীকে মন্ত্রী গাজীর শুভেচ্ছা

নবকুমার:

নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । মঙ্গলবার পহেলা বৈশাখ সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সব জরা মুছে যাবে, আসবে নতুন সকাল। এগিয়ে যাবো আমরা নতুন সময়ের পথে। উন্নত বাংলাদেশ গড়বো কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু তার আগে সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবো করোনাভাইরাসের থাবা থেকে মুক্ত থাকতে। সবাই ঘরে থাকুন।  নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ বাংলা নববর্ষ।

তিনি আরো বলেন,  এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। মন্ত্রী নারায়ণগঞ্জের জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে করোনা মোকাবেলা করার আহ্বান জানান।