আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ পুলিশের কম্বল বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জে কর্মরত সুইপার, ঝাড়ুদার, মালি, মাঝি, বাবুর্চিসহ চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আউট সোর্সিং সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়াও পুলিশ লাইন্সে কর্মরত আনসার সদস্যদের মাঝেও কম্বল বিতরণ করেন তিনি। জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।