আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে করোনা রোগী ১৯১৭, মৃত্যু ৬৯

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মারা গেছেন ৩ জন এবং আক্রান্ত হয়েছেন  ৩৯ জন। এই নিয়ে নারায়ণগঞ্জে মরণঘাতি করোনা ভাইরাসে মোট মৃত্যু ৬৯ এবং আক্রান্ত মোট ১৯১৭ জন। আশঙ্কাজনক হারে বাড়ছে এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাস থেকে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১৬ জন। শুক্রবার (২২ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।

আক্রান্তের সংখ্যা নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এলাকায় ৮৮৮ জন, সদর উপজেলায় ৬৩৮, বন্দর উপজেলায় ৪৬, আড়াইহাজারে ৬৪, সোনারগাঁয়ে ১২৮ । সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪৭ জন, সদরে ১৬, বন্দরে ১,  সোনারগাঁয়ে ৪ জন।

করোনা রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি করোনা-মুক্তির সংখ্যাও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। মোট সুস্থ হয়ে উঠেছেন ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ জন।