নাজিরপুরে এসএসসি’র প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচিবকে বহি:স্কার
পিরোজপুর প্রতিনিধি ॥ নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচীবকে বহি:স্কার করা হয়েছে। উপজেলার সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, ওই দিন ওই কেন্দ্রে জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের ২৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। ওই কেন্দ্রের কেন্দ্র সচীবের কারনে ওই দিনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্ন ব্যবহার করা হয়েছে।
তিনি আরো জানান, বিষয়টি পরীক্ষা শুরুর ২১ মিনিট পর কর্তৃপক্ষের চোখে ধরা পড়ে এবং ওই সেট দিয়েই পরীক্ষা চালিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে পরীক্ষা শেষে ওই কেন্দ্রে গেলে কেন্দ্র সচীব উপজেলার সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস ও সহকারী কেন্দ্র সচীব উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডলকে পাওয়া যায় নি।
কেন্দ্র সচীবকে পাওয়া নি জরুরী কাজে পরীক্ষা শুরুর পর শিক্ষা বোর্ডে গেছেন। তবে অন্যমনস্ক থাকার কারনে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা জানান, এ ঘটনার অভিযোগে ওই কেন্দ্রের সচীব মাধব চন্দ্র দাসকে বহি:স্কার করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আলাপ করলে তারা ওই কেন্দ্রের উত্তর পত্রগুলো ডাক যোগে না পাঠিয়ে সরাসারি হাতে পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তবেই তারা তা মূল্যায়ন করবেন।