আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জ আদালতে ডাকাতি মামলায় সাজুর যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদচর্চা রিপোর্ট :
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডাকাতি মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুুপুরে ১ আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন ।

কারাদণ্ড প্রাপ্ত আসামি শাহজাহান ওরফে সাজু ফতুল্লা নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে । একই মামলায় আর পলাতক কারাদণ্ড প্রাপ্ত দুই আসামি হলেন কবির ও কাউসার।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ জানান, ৫জন আসামীর মধ্যে ১ আসামি উপস্থিতিতে এ রায় দেন আদালত । বাকী দুইজন পলাতক রয়েছেন ।এবং রাজ্জাক মিয়া ও মো. রসকর নামের দুই আসামি মারা গেছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে চাষাঢ়া লিংক রোড মোড়ে বেরিকেট দিয়ে চাল ভর্তি একটি ট্রাক ডাকাতি চেষ্টা চালানো হয় । এ সময় সদর মডেল থানার টহল পুলিশ চাল ভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে । ডাকাতির ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন । যারম নং- ১০(১০)৯৯ , সেশন মামলা নং – ৫৬/ ২০০১। (এন-এল)