আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে চলছে বেচা-বিক্রির রাজনীতি

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রাজনীতির ময়দানের ভঙ্গুর অবস্থা যেন ধীরে ধীরে বের হয়ে আসছে। অলস নেতা-কর্মীরা যে যার স্থানে নিজস্ব বলয় তৈরীতে সচেষ্ট রয়েছে। দীর্ঘ সময় জুড়ে আওয়ামীলীগ তথা মহাজোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। ক্ষমতার পালাবদলের আজ বিলুপ্তির পথে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে পালাপদলের রাজনীতির সমাপ্ত ঘটে বাংলাদেশে। বিগত সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলো এবং যে সকল দল বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো তারা সর্বদাই বিভিন্ন ইস্যুতে রাজপথ সরগরম করে রেখেছিলো। সেই সময়গুলোতে উপমহাদেশের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তেমন কারো মাথা ব্যাথা ছিলো না বলে অনেকেই মনে করেন। তবে বর্তমানে বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নামাতো দূরে কথা বিন্দু পরিমাণ টু শব্দটুকু করতে ভয় পায় বিএনপি সহ তাদের জোট সঙ্গীরা। বরাবরের মতো তাঁদের একটিই অভিযোগ পুলিশি হামলা এবং মামলা।

দীর্ঘ সময় জুড়ে রাষ্ট্র ক্ষমতা সহ আন্দোলন সংগ্রাম করা থেকে বিরত রয়েছে বিএনপি ও তাঁদের জোট সঙ্গিরা। অপর দিকে রাজনৈতিক মাঠে চির প্রতিদ্বন্দি¦দের না পেয়ে বর্তমান জোট সরকার ও তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনেকটা অলস সময় অতিবাহিত করছে। যার ন্যায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকা সহ অন্যান্য এলাকাগুলোতে প্রভাব বিস্তার করাটাকেই কাজ হিসেবে গণ্য করছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা প্রভাবশালী নেতৃবৃন্দদের নাম ভাঙ্গিয়ে অপরাজনীতি সহ অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করছে বলে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন এলাকাগুলোতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শ্রমীকলীগ সহ ক্ষমতাসীন দলের অন্যান্য শরীক দলগুলোর প্রভাবশালী নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে তান্ডবলিলা চালাচ্ছে বেশ কয়েকজন লেবাসধারী ব্যক্তিরা। এলাকাগুলোর মসজিদ থেকে শুরু করে পঞ্চায়েত ব্যবস্থাগুলোতে প্রভাব বিস্তার করে চলছে তারা।

নারায়ণগঞ্জের সদর উপজেলাধীন চাঁনমারী মাউরাপট্টি এলাকার স্থনীয় বাসিন্দাদের সাথে এই বিষয় নিয় কথা বলতে চাইলে তারা নাম না প্রকাশ করে শর্তে দৈনিক সংবাদচর্চাকে বলেন, চাঁনমারী মাউরাপট্টি এলাকার বেশ কয়েকজন রয়েছেন যারা আওয়ামী লীগ নেতা হেলাল, যুবলীগ নেতা সাজনু, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান সহ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ওসমান ওসমানের নাম ভাঙ্গিয়ে চাঁনমারী মাউরাপট্টি এলাকায় প্রভাব বিস্তার করে চলছে। তারা কারা জানতে চাইলে স্থানীয় ভয়ে এবং আতংকে নাম প্রকাশ করতে অনিহা জানায়। তবে স্থানীয় অন্য একটি সুত্রে জানা যায়, মাউরাপট্টি এলাকার মাউরা দাউদ, দাউদের ছেলে শরীফ, রাতুল, সানী সহ বেশ কয়েকজন দীর্ঘ দিন ধরে উপরোক্ত ব্যক্তি বিশেষদের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে চলছে।

এই বিষয়ে যুবলীগ নেতা সাজনুর মুঠোফোনে যোগাযোগ করলে এবং চানমারী এলাকা তার নামের অপব্যবহার করে প্রভাব বিস্তার করে চলছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কা বা কারা আমার নাম বিক্রি করছে কিংবা ব্যবহার করছে সেই সব বিষয় আমার দেখার কোন প্রয়োজন নাই। এগুলো আমি জানতেও চাইনা। আমি একজন রাজনীতিবিদ, আমি এই নারায়ণগঞ্জের কল্যানের জন্য রাজনীতি করি। আমার সাথে যারা থাকে এবং রাজনীতি করে তাঁদের বিষয়ে খোজ নিয়ে দেখেন। তারা কি কোন অপকর্ম করছে কিনা। আমার সাথে যারা রয়েছেন তারা মানুষের উপকার ছাড়া ক্ষতি করবে না। আর যারা নাম বিক্রি করছে তাদের আমি চিনি না এবং জানিনা। কেউ যদি আমার নাম ভাঙ্গি কোন কাজ করে তাদের ধরে পুলিশে দিয়ে দেওয়া উচিত।