আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা

নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ

নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টানাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ

নবকুমার:

পাবনা জেলার বেড়া উপজেলার  নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তানজিনাকে প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা করছে স্থানীয় বখাটে খায়রুল ।

দীর্ঘ দিন যাবত হাটুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বখাটে খাইরুল তাজিনাকে বিরক্ত করে আসছে।রবিবার মেয়েটি স্কুলে যাওয়ার সময় পথের মধ্যে বখাটে জোরপূর্বক তাকে শ্লীলতাহানির চেষ্টা করে।স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বিদ্যালয়ে পাঠিয়ে দেয়।এখন বখাটে খায়রুল পলাতক রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম টেলিফোনে দৈনিক সংবাদচর্চাকে বলেন,বখাটে খায়রুল দীর্ঘ দিন যাবত মেয়েটিকে বিরক্ত করে আসছে।মেয়েটির অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করলে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বখাটের অভিভাবকদের বিষয়টি জানাই কিন্তু বখাটে কারো কথা না শুনে আরো বেপরোয়া হয়ে ওঠে।আজ মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।বিদ্যালয়ের পক্ষ থেকে বখাটের উপযুক্ত বিচার করা হবে।

ভিকটিম তানজিনা বলেন,আমাকে অনেক দিন যাবত বখাটে খায়রুল চিঠি দিতে চায় আমি তা নেই না বলে আমাকে বিরক্ত করে।আজ আমাকে পথে পেয়ে ধর্ষণের চেষ্টা করে আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মাসুম বিল্লাহ সংবাদচর্চাকে জানান , আমি ঘটনাস্থলে এসেছি ,বিষয়টি দেখতেছি,মেয়েটির অভিভাবক মামলা করলে মামলা নেওয়া হবে।আসামীকে ধরার চেষ্টা করছি।