মু.বিল্লাল
জন্মদিন এলেই বন্ধুর মাথায় ডিম ফাটানো, আটা মাখিয়ে বলা হচ্ছে ‘ট্রেন্ড’। চুলের অদ্ভুত ছাট, বনের জন্তুর মতো মুখায়ব করে সেলফি তোলা, গভীর রাতে চড়া সাউন্ডে ডিজে পার্টি আর মাদক সেবন করে স্মার্ট হওয়ার প্রবণতা শুরু হয়েছে নতুন প্রজন্মের অনেকের মাঝে। নিজস্ব সংস্কৃতি ছেড়ে অসভ্যদের মতো অপসংস্কৃতির মহড়ায় মরন যুদ্ধে লিপ্ত হয়েছে তারা। আর তাই জন্মদিনের মতো শুভক্ষণকে কেউ হাস্যকরভাবে উপস্থাপন করছে। কেউ করছে শারীরিক নির্যাতন। এতে সমাজে যেমন অমঙ্গল ডেকে আনছে তেমনি নিজেদের উপরও।
সম্প্রতি সিয়াম নামক এক তরুনের জন্মদিনে মাথায় ডিম ফাটায় বন্ধুরা। এক পর্যায়ে চোখে ডিমের আঘাত লাগে। চিকিৎসক জানিয়েছে, চোখের মনির প্রথম দুটি লেয়ার নষ্ট হয়ে গেছে। তৃতীয় লেয়ারটিও আঘাত প্রাপ্ত হয়েছে। অপর এক কিশোরীকে রাস্তায় ডিম ছুড়ে হেনস্থা ও আরেক কিশোর কে হাত বেধে ডিম ও ময়দা দিয়ে অপমান করার চিত্র ভাইরাল হয়েছে।
আলাপকালে কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা শখের বসে জন্ম দিনে ডিম- আটা মাথায় মাখছে। এটা কি কোন উপহার হতে পারে। সম্মান আর অপমানই তারা বুঝতে শিখেনি।
আর বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, গাঁয়ে ও মাথায় ডিম ছুড়ে কোন উপহার নয় অপমান করা হচ্ছে। এই ধরনের অপসংস্কৃতির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে নারায়ণগঞ্জের সমাজ ব্যবস্থা। যারা এ ধরনের কর্মকান্ড করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অপসংস্কৃতি বন্ধ হবে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, তিনি রাস্তায় অবাক করা এক জন্মদিন উৎসব দেখেছেন। রাস্তার উপরে ছেলে মেয়েদের জটলা বেধে এক কিশোরের মাথায় ডিম ফাটাচ্ছে। কেউ আবার আটা মাথায় মাখাচ্ছে তার মাথায়। পরে শুনলাম এরা জন্মদিন পালন করছে। তবে ওদের চেহারা দেখে মনে হয়েছে ওরা কেউই ওইদিন সকালের নাস্তায় ডিম খায়নি।
আরেকজন লিখেছেন, জন্ম দিন উৎসব মানে সাজসজ্জা, রঙিন বেলুন, কেক কাটা, ভালো কোন রান্না, বাসায় আত্মীয়দের আগমন, বিশেষ দোয়া মোনাজাত, দরিদ্রদের খাবার বিতরণ। অথচ রাস্তায় এখন জন্ম দিনের নামে বখাটেপনা করা হচ্ছে। জন্ম দিন পালনের নামে ডিম ফাটানো অসস্তিকর বলার অপেক্ষা রাখেনা বলে তিনি লিখেছেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম সম্পাদক মো. টিটু জানান, কোন ব্যক্তিকে শারীরিক বা মানসিক ভাবে আঘাত করার মাধ্যমে মানবাধিকার লংঘন হয়। যারা জন্মদিনে ডিম মেরে বন্ধুকে ক্ষতিগ্রস্থ করছে তারা অপরাধী।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ জানান, আধুনিকতার নামে নতুন প্রজন্মের কাছে এ ধরনের কর্মকান্ড আমরা প্রত্যাশা করি না। এ ঘটনা গুলো এখন ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। এ ধরনের অপসংস্কৃতিকে কে আমরা নিন্দা জানাই।