আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নমিনেশন পরিবর্তনের কোন সম্ভাবনা নেই’

টি.আই.আরিফ

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধু আমাদের মহান নেতা। আজ আমরা শোককে শক্তিতে রূপান্তর করবো। 

কাঞ্চনবাসীর উদ্দেশ্যে বস্ত্রও পাটমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন। নমিনেশন যেখানে আছে সেখানে থাকবে। নমিনেশন পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। নির্বাচন নিয়ে কেউ ভয় পাবেন না। যারা আলাদা দোয়া করছে তাদের কথা কেউ বিশ্বাস করবেন না।

গতকাল কাঞ্চনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করেন কাঞ্চন পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কাঞ্চন পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়াসহ অনেকে।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মন্ত্রী।

সর্বশেষ সংবাদ