আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নভেম্বরে নারায়ণগঞ্জ শহরে চালু হচ্ছে রাজউকের অফিসের কার্যক্রম

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের টানবাজারে আল জয়নাল প্লাজা সংলগ্ন হাজী আশরাফ ট্রেড সেন্টারে চলতি নভেম্বর মাসের মাঝামাঝিতেই চালু হচ্ছে রাজউকের নারায়ণগঞ্জ শাখার কার্যক্রম। ইতিমধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে অফিসের বিষয়ে হাজী আশরাফ ট্রেড সেন্টারের কর্তৃপক্ষের চুক্তি সম্পন্ন হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে রাজউকের অফিসের কার্যক্রম শুরু হলে ভোগান্তি কমবে জনসাধারণের এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ প্ল্যান পাস সহ নানা বিষয়ে রাজউকে দৌড়ঝাপের কারণে অনেক গ্রাহককে দালালের দ্বারস্থ হতে হতো।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অদূরে শহরের টানবাজারে আল জয়নাল প্লাজা সংলগ্ন হাজী আশরাফ ট্রেড সেন্টারের (যমুনা ব্যাংকের পেছনে) তৃতীয় তলায় হচ্ছে রাজউকের নারায়ণগঞ্জ অফিস। এ বিষয়ে বুধবার রাজউক কর্তৃপক্ষের সঙ্গে হাজী আশরাফ ট্রেড সেন্টারের কর্তৃপক্ষের চুক্তি সম্পন্ন হয়েছে।

রাজউকের নারায়ণগঞ্জ শাখার অথোরাইজড অফিসার আশীষ কুমার সাহা নিউজ নারায়ণগঞ্জকে জানান, চলতি নভেম্বরের মাঝামাঝিতেই তাদের অফিসের কার্যক্রম পুরোদমে চালু হবে। ইতিমধ্যে তারা অফিস ডেকোরেশনের কাজ শুরু করেছেন।