আজ শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীগঞ্জ ঘাটে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পৃথক স্থান থেকে অজ্ঞাত নারী (৩০) ও অজ্ঞাত পুরুষের (২৮) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর ও বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া জানান, নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন আছে। তবে পুরুষের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বুঝা যাবে হত্যাকান্ড না অন্য কিছু।