আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক জন। শহরের নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ১৮ থেকে ১৯ বছর বয়সী শাওন ও জিম।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন।

তিনি জানান, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও এক জন নিখোঁজ আছে। তাদের পারিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হইনি। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মো. উজ্জল হোসাইন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, হাজীগঞ্জ থেকে নবীগঞ্জগামী ইঞ্জিন চালিত নৌকায় ৭ থেকে ৮ জন ছিলো। মাঝ নদীতে দিয়ে ফেরির সাথে ধাক্কা লেগে এ পাশ কাত হয়ে ডুবে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। পরে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।