আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে আমীর হোসেনের ফাঁসি

বন্দর উপজেলার নবীগঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় ভাসুর আমীর হোসেনকে (৫২) ফাঁসির আদেশ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালাহ উদ্দিন সুইট জানান, আসামি আমির হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সে টাকা না দিয়ে পালিয়ে বেড়াতো। এসব নিয়ে আপত্তি ছিল তাসলিমার।

সেই বিরোধের জের ধরে ২০১৪ সালের ৩ জুলাই গভীর রাতে নিহত তাসলিমা বেগমকে (৩৫) ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে আমীর হোসেন। হত্যাকান্ডের পরদিন নিহতের স্বামী মনির হোসেন তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে আসামি এর আগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে তার ফাঁসির রায় ঘোষণা করেছেন।