আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নদী রক্ষায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দখল ও দূষণের হাত থেকে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদী রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা।

শনিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বক্তারা দূষণ ও দখলের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রাণ ও প্রকৃতি রক্ষায় পলিথিন বন্ধের জানান।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা বাসদ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, কবি রঘু অভিজিৎ রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলার সংগঠক সুলতানা আক্তার, সাং¯ৃ‹তিক সংগঠক জহিরুল ইসলাম মিঠু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি মুন্নি সরদার প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের সিদ্ধান্ত হয়। ১৯৭৪ সাল থেকে সারা বিশ্বে শতাধিক দেশে ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ দিবসের এবারের থিম ‘শুধু একটাই পৃথিবী’। কিন্তু আমাদের দেশের সরকার পরিবেশ দিবসের তাৎপর্য মানে কিনা আমাদের সংশয় আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরিবেশ দিবসে বাণী দেয়, নানা সরকারি অনুষ্ঠানাদি হয়, কিন্তু দেশে পরিবেশ বিপর্যয় দিন দিন বাড়ছে। রাজধানী ঢাকা বিশে^র অন্যতম প্রধান দূষিত শহর। নারায়ণগঞ্জ জেলা দেশের দূষিত জেলার মধ্যে অন্যতম প্রধান।’

তারা আরও বলেন, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা দুটি প্রধান নদী চরম দূষণ ও দখল হয়ে প্রায় নর্দমায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে মুখে রুমাল চেপে নদী পারাপার হতে হয়। হাইকোর্ট নদীকে জীবন্ত সত্ত্বা বলেছে। দেশে নদী রক্ষা আইন আছে। দূষণের জন্য মূলত দায়ী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি। অধিকাংশ কারখানাগুলোতে ইটিপি প্লান্ট নেই। যেগুলোতে আছে তা ব্যবহার হয় না। এগুলো দেখার যেন সরকারের কোন লোক নেই! এর উপর আছে রাঘব-বোয়ালদের নদী দখল।

বক্তরা বলেন, সবমিলিয়ে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা হারিয়ে যাওয়ার দশা। দূষণ ও দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে সরকারের কোন কার্যকর পদক্ষেপ নেই, দৃষ্টান্তমূলক শাস্তি নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের ২৫ ভাগ জায়গায় বনভূমি দরকার। আমাদের আছে অনেক কম, সেক্ষেত্রে ব্যাপক গাছ লাগানো প্রয়োজন। আমাদের দেশে সরকারি উদ্যোগেই গাছ কাটা হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে শতশত গাছ কাটা হয়েছে। বিশেষজ্ঞ মতে গাছ রেখেও রাস্তা সম্প্রসারণ করা সম্ভব। শুধু প্রয়োজন সরকারের উপযুক্ত পরিকল্পনা।’

পরিবেশ বিপর্যয়ের পলিথিন একটি বড় কারণ উল্লেখ করে তারা বলেন, ‘পলিথিন ব্যবহার বন্ধেও সরকার অকার্যকর। আইন মোতাবেক পলিথিন ব্যবহার, বিপনন, উৎপাদন নিষিদ্ধ। বাজারগুলোতে অবাধে পলিথিন ব্যবহার হচ্ছে। খাবার দোকানগুলোও পলিথিনে খাবার বিক্রি করছে। পলিথিনের সাথে খাবার মিশ্রিত হয়ে দেহে কিডনি লিভারে মারাত্মক রোগ তৈরি করে। তথ্য মতে, বাংলাদেশে ২৮% লোক পরিবেশ দূষণজনিত কারণে মৃত্যুবরণ করে।’