আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন শিক্ষকদের ডিসির উপহার

নারায়ণগঞ্জে নব নিয়োগকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সদরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয়। এতে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: ফসিউল্লাহ। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ  মাছুম বিল্লাহ ,জেলা শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ( আগ্নেয়াস্ত্র শাখা) মেহেদী হাসান ফারুক প্রমুখ।

। অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস। নতুন শিক্ষকদের ২৩০টি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এসময় ডিসি বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য শিক্ষকগন ভূমিকা পালন করবে। শিক্ষকদের মাঝে জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের চেতনা সঠিক ভাবে পৌছাতে পারলে এরাই জাতিকে সঠিক পথে নিয়ে যাবে। এটাই আমার বিশ্বাস।