আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বই উৎসব ও নতুন বই বিতরণ

নতুন

রূপগঞ্জে বই উৎসব ও নতুন বই বিতরণ

নতুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজের বই উৎসব ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে উপজেলার ভুলতা এলাকার ভুলতা স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভুইয়া, ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম, স্কুলের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তিতায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন- অর্থের অভাবে কোন ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ হবে না । মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে।