আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নগর জুড়ে গড়ে উঠছে অবৈধ স্ট্যান্ড

সংবাদচর্চা রিপোর্ট:

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের দুই ধারে চলমান উচ্ছেদ কার্যক্রম নগরজুরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। জেলা পুলিশের উদ্যোগে চলমান এই অভিযানের কল্যাণে ফুটপাতে এখন শৃঙ্খলা চলে আসছে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। চাষাড়া বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে দাঁড়িয়ে ২নং রেল গেইট এলাকা এখন সুস্পষ্ট ভাবে দেখা যায় এমনটা জানালেন এক পথচারী।

নগরীর প্রাণ কেন্দ্র চাষাড়ায় এখন যেন শান্তিময় এক জনপদে রূপান্তির হয়েছে। জেলা পুলিশের এমন উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে তারা যুগান্তকারী উদ্যোগ হিসেবে অবহিত করেছেন।

পুলিশ সুপার হারুন অর রশিদের উদ্যোগে জেলা পুলিশের এই যুগন্তকারী সিদ্ধান্তের নৈপথ্যে কারন জানতে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললে তারা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ভাষণ দেওয়ার সময় অনেকেই অনেক কথা বলে থাকেন, বলেন থাকেন গ্রীন সিটি করবেন, ঐ সিটি করবেন। নেতাদের এই মিথ্যা বুলি শুধু মাত্র সভা-সমাবেশেই সীমাবদ্ধ। তবে জেলা পুলিশ এবং পুলিশ সুপার হারুন অর রশীদ নারায়ণগঞ্জবসীর জন্য যে কাজগুলো করেছেন তার সেই কাজ গুলো অবশ্যই দৃষ্টান্ত হয়ে থাকবে। স্থানীয়দের মতে আগামীতেও পুলিশ সুপার হারুন রশীদের উদ্যোগে নগরীর বিভিন্ন সমস্যার সমাধান ঠিক এই ভাবেই করা হবে। তবে অনেকের মতে শুধু মাত্র ফুটপাত চলার উপযোগী করলেই হবে না, ফুটপাতের পাশাপাশি সড়কগুলোকেও যথাযথ চলার উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

বঙ্গবন্ধু সড়ক জুড়ে হকারদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালিত হলেও নগরির গুরুত্বপূর্ণ স্থানসমূহে অবৈধ সিএনজি, অটো রিক্সার স্ট্যান্ডগুলো নৈরাজ্য ও দৌরাত্ম দিনকে দিন বেড়েই চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর চাষাড়া এলাকার বঙ্গবন্ধু সড়কের পাশ পপুলার ডায়াগনেষ্টিক সেন্টার ভবনের সামনে যত্রতত্র গড়ে উঠেছে একটি সিএনজি স্ট্যান্ড। এই সিএনজি স্ট্যান্ডের কারনে অত্র স্থান সহ নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কে যানজট এখন নিত্য সঙ্গী এমনটাই জানালের চাষাড়া বালুর মাঠ এলাকার বাসিন্দা সৈয়দ মো. রিফাত।

সৈয়দ মো. রিফাত বলেন, ফুটপাতে অভিযান চলছে এটা অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তবে ফুটপাতের পাশপাশি জেলা পুলিশ হারুন অর রশীদ বঙ্গবন্ধু সড়কের শৃঙ্খলার জন্য অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন তাহলে হয়তো সড়কে শৃঙ্খলা অনেকটা সময়ের ব্যাপার মাত্র।

বঙ্গবন্ধু সড়কের পার্শ্ববর্তী গলাচিপা, উকিলপাড়া, ডায়মন্ড হল ও কলেজ রোড এলাকা সহ বেশ কয়েকটি এলাকার গুরুত্ব পয়েন্টে ইজিবাইক স্ট্যান্ড এখন সয়লাভ করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ সকল এলাকার রাস্তা গুলো সরাসরি বঙ্গবন্ধু সড়কের সাথে সম্পৃক্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অটো এবং ইজিবাইক স্ট্যান্ডের কারনে গুরুত্বপূর্ণ এই মোড়গুলোতে যানজট লেগেই থাকে।

উপরোক্ত অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে পুলিশ সুপার হারুন রশিদ চলমান হকার উচ্ছেদ অভিযানের সাথে সম্পৃক্ত করলে বঙ্গবন্ধু সড়কের নৈরাজ্য অনেকটাই কমে যাবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

নগরীর বোদ্ধামহলের মতে জেলা পুলিশ বর্তমানে যে ভাবে নগরীর নৈরাজ্য নিয়ন্ত্রন করছে তাতে করে অশান্ত নারায়ণগঞ্জকে শান্ত করতে খুব বেশি লাগবে বলে মনে হয় না। তবে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো দ্রুত কার্যকরি সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করতে হয়। তার মধ্যেই অন্যতম অবৈধ স্ট্যান্ড। নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ সকল অবৈধ স্ট্যান্ড এখন চোখে পড়ার মতো। যত্রতত্র গড়ে উঠা এ সকল স্ট্যান্ডের দৌরাত্ম থামানো না গেলে ফুটপাত উচ্ছেদের বিষয়টি শ্লান হয়ে যাবে।