আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে নৌকার জোয়ার বইছে: পাপ্পা গাজী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার ১৪ জানুয়ারি চাষাঢ়ায় নৌকার গণমিছিল ও পথসভায় কয়েক হাজার লোক নিয়ে যোগদান করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠপুত্র বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় তার সমর্থকবৃন্দ নৌকার শ্লোগানে মুখোরিত করে তোলে সভাস্থল।

এসময় সাংবাদিকদের মন্ত্রীপুত্র বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকার পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। নারায়ণগঞ্জ নগরীতে নৌকার জোয়ার বইছে। নগরবাসী নৌকাকে হাসি মুখে গ্রহণ করেছে । ১৬ তারিখ নৌকার বিজয়ী হবে। কোন অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো।