আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জকে আধুনিক শিক্ষা নগরীতে পরিণত করব,এমপি গাজী

নগরীতে

রূপগঞ্জকে আধুনিক শিক্ষা নগরীতে পরিণত করব,এমপি গাজীনগরীতে

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের রূপগঞ্জে  কাঞ্চন এলাকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ফিতা কেটে উদ্বোধন  করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।

এ সময় প্রধান অতিথির ভাষণে গোলাম দস্তগীর গাজী  বলেন,রুপগঞ্জ উপজেলাকে বাংলাদেশের সেরা শিক্ষা নগরীতে পরিণত করা হবে।১০ বছরপূর্বে  রূপগঞ্জের শিক্ষার মান কেমন ছিলো আমি ক্ষমতা গ্রহণের পরে কেমন হয়েছে, সে বিচার আপনারা করবেন?। আধুনিক প্রযুক্তি নির্ভর রূপগঞ্জ গড়তে হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।যত ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার পরিকল্পনা করে তা গড়ে তোলা হবে।প্রত্যেকটা স্কুল কলেজে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে সবাইকে।

এ সময় তিনি শিক্ষকদের ভালো করে পাঠ দানের ও আহবান জানান,শিক্ষার্থীরা যেন সমাজের বিপদগামী না হয় সে দিকে সবার নজর রাখতে হবে।

অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জি: শেখ সাইফুল ইসলাম,কার্যকরী সদস্য মোঃ এমায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান মানজুর, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসি প্রমুখ।

সর্বশেষ সংবাদ